সুহিলপুর এ.বি.এস ফাজিল (ডিগ্রী) মাদ্রাসাটি সুহিলপুরর মূলকেন্দ্রে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশী(র) ফুরফুরা দরবার শরীফের খলিফা শাহসূফী আলহাজ্ব হযরত মাওঃ হাতেম আলী (র)। কতিপয় শিক্ষানুরাগীর সমন্বয়ে গঠিত ‘বোর্ড অব ট্রাস্টিজ’- এর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে সুষ্ঠভাবে পরিচালিত এক আদর্শ বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে জাতীয়ভাবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেছে। বিগত কয়েক বছর যাবৎ জেএসসি ও দাখিল, আলিম, ফাজিল পরীক্ষায় এ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করে কৃতিত্বের পরিচয় দিয়েচে। এ শিক্ষা প্রতিষ্ঠানে একটি শিক্ষার্থী ভর্তি হয়ে জেএসসি ও দাখিল, আলিম, ও পাঠ শেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যারয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে কর্মজীবনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে সুনাগরিকসুলভ ব্যক্তিত্ব, উদারতা, শৃঙ্খলা, সত্যনিষ্ঠা, দেশপ্রেম ও আধুনিক মন-মানসিকতা বিকশিত করে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে অভিভাবক-অভিভাবিকাগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে সাফল্যের শীর্ষে পৌঁছানো সম্ভব। শিক্ষার্থীদের সার্বিক সাফেল্য কামনা করছি।
অধ্যক্ষ ,
জনাব মোহাম্মদ আব্দুর রহিম
সুহিলপুর এ.বি.এস ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ।
হাজিগঞ্জ, চাঁদপুর।